According to the sentence structure
গঠন অনুসারে Sentence কত প্রকার ও কি কি উদহারণ সহ লিখ?
গঠন অনুসারে sentence ৩ প্রকার :যথা -
১. Simple Sentence.
2. Complex Sentence এবং
৩. Compound Sentence.
১. Simple Sentence: যে বাক্যএকটি মাএ clause দিয়েগঠিত অর্থাৎ যে বাক্যএকটি মাএ finite verb থাকে, তাকে simple sentence বলে।
যেমন: I saw him going - Simple Sentence.
বাক্যটিতে ‘saw’ এবং ‘going’ দুটি verb রয়েছে। কিন্ত, Finite verb (অর্থাৎ present form বা past form) হচ্ছে ‘saw’।‘going’ এখানেnon-finite (present participle from) এবং উহারকোন subject ও নেই। পক্ষান্তরে, ‘saw’ verb এর subject হল ‘I’। সুতরাং, বাক্যটি এক clause এরবাক্য এবং উহাSimple Sentence।
২. Complex Sentence: যে বাক্যmain clause ও subordinate clause নিয়ে গঠিত হয়, তাকেComplex Sentence বলে।
যেমন: I saw that he was going.
যেমন: I saw that he was going.
বাক্যটিতে ‘saw’ ‘was’ এবং ‘going’ তিনটি verb ব্যবহার করা হয়েছে।কিন্ত, finite verb দুটি ‘saw’ এবং ‘was’। এবংউহাদের subject ও আছে। ‘saw’ verb এর subject হল ‘I’ এবং ‘was’ verb এর subject হল ‘he’। সুতরাং, বাক্যটি দুটি clause নিয়ে গঠিত। Clause দুটি হল I saw এবংHe was going। ‘that’ clause দুটিকে সংযুক্ত করেছে ‘that’ এখানে conjunction।
‘I saw’ clause টিতে ‘saw’ transitive verb এবং উহার object হল ‘he was going’। কারন, ‘saw’ verb কে ‘কি’ প্রশ্নকরলে object পাওয়া য়ায়।
কি দেখেছিলাম? উওর আসে ‘সেযাচ্ছিল’।সুতরাং, ‘সে যাচ্ছিল’ বা He was going দেখা বা ‘saw’ verb এরobject। যেহেতু, object অবশ্যই noun বা noun এরসমতুল্য।
সুতরাং, ‘He was going’ clause টি অবশ্যই noun রূপে বসেছে। কারন, উহা ‘saw’ verb এরobject। সুতরাং, ‘He was going’ এ বাক্যে Subordinate Clause। কারন, subject এবং finite verb থাকা সত্ত্বেও উহা একটিমাএ part of speech রূপে ব্যবহৃতএবং উহা ‘I saw’ clause এর উপরনির্ভরশীল।
পক্ষান্তরে, ‘I saw’ clause টি এর single part of speech রূপে কাজ করেনিএবং এটিই এই বাক্যেরমূল অংশ।সুতরাং, উহা main clause বা principal clause।
তাহলে বাক্যটি একটি main clause এবং একটি subordinate clause নিয়ে গঠিত। সুতরাং, I saw that he was going বাক্যটি অবশ্যই Complex sentence।
I saw - Main Clause.
He was going - Subordinate Clause. এবং that conjunction, subordinate clause কে main clause এর সাথে যুক্ত করেছে বলে that এখানেsubordinating conjunction।
3. Compound Sentence: দুটি main clause বা একাধিক main clause বা একাধিক co-ordinate clause এর সমন্বয়ে যখন একটিবাক্য গঠিত হয়, সেবাক্যকে Compound Sentence বলে।
যেমন: I saw him and he was going - Compound Sentence.
বাক্যটিতে ‘saw’ এবং ‘was’ দুটি finite verb এবং প্রত্যেটি finite verb এর Subject ও আছে। সুতরাং, এ বাক্যে দুটি clause। কিন্ত, কোন clause ইsingle part of speech রূপে ব্যবহৃত হয়নি। প্রত্যেকটি clause ই স্বাধীন। কোনোটা কারো উপর নির্ভরশীলনয়। সুতরাং, এর কাজকোন clause ই করেনি। তাহলে উহার দুটি co-ordinate clause রূপে সমন্বিত হয়, একটিCompound Sentence গঠনকরেছে এবং ‘and’ conjunction রূপে বসে co-ordinate clause দুটি যুক্ত করেছে। ‘and’ এখানে conjunction এবং সম্পূর্ন sentence টি একটি compound sentence।
Simple Sentence: এক clause এরবাক্য।
Conjunction দ্বারাযুক্ত হয়।
Compound Sentence: দুটি co-ordinate clause এর বাক্য। Co-ordinate conjunction দ্বারা যুক্ত হয়।
I saw him going. – Simple Sentence.
I saw that he was going - Compound Sentence.
I saw him and he was going – Complex Sentence.
Simple sentence কে complex করতেহলে main clause এর সাথে একটি subordinate clause যুক্ত করতে হবে এবংউহা subordinate conjunction দ্বারা যুক্ত করতে হবে। অর্থাৎ, ঐ non-finite verb টিকেই finite verb রূপে ব্যবহার করে subordinate clause এ পরিনতকরতে হবে। আর কোনnon-finite verb নাথাকলে ‘to be’ verb কে finite verb রূপে ব্যবহারে চেষ্টা করতে হবে এবংঅবশ্যই subordinate conjunction ব্যবহার করতে হবে।
Simple: I saw(non-finite) a wounded bird.
Complex: I saw a bird which was wounded(s-clause).
Simple : Going there, I meet him.
Complex : After I have gone there, I meet him.
Simple : I know the blind boy.
Complex : I know that(s-conj) the boy is blind(s-clause).
Subordinate Conjunctions: As, since, though, if, after, before, wh-words ইত্যাদি।
Simple sentence কে compound করতেহলেও অনুরূপভাবেই (complex এর মতই) আরওএকটি নতুন clause তৈরি করতে হবে। তবে উহাsubordinate clause নাহয়ে co-ordinate clause রূপে ব্যবহৃত হবে এবংco-ordinate conjunctions দ্বারা যুক্ত করতে হবে।
Co-ordinating Conjunctions: And, but, or, so, because, and so, for ইত্যাদি।
Simple : I saw a wounded bird.
Compound : I saw a bird and it was wounded.
Simple : Going there, I met him.
Compound : I went there and I met him.
Simple : I know the blind boy.
Compound : I know the boy and he is blind.
Compare the sentences:
Simple: He came after sunset.
Prep. N
Complex: He came after the sun hat set.
s-conj Compound: The sun set and he came.
c-conj
Simple : In spite of trying hard, he could not succeed.
Complex: Though he tried hard, he could not succeed.
Compound: He tried hard but he could not succeed.
Simple sentence কে Complex বাCompound করতে নতুন Clause তৈরি করতে হয় এবংক্ষেত্র বিশেষে subordinating বা coordinating conjunction দ্বারা যুক্ত করতে হয়।
অাবার, Complex sentence কে Simple করতে হলে subordinating clause টির finite verb টি হয়তুলে দিতে হয় অথবাnon-finite form এরূপান্তর করতে হবে এবংঅবশ্যই তখন non-finite verb এর subject টিওবাদ যাবে। ফলে subordinate clause finite verb বিহীন শব্দগুচ্ছ অর্থাৎ একটি phrase এ পরিনত হবে এবংবাক্যটি এক clause এরবাক্যে রূপান্তরিত হবে অর্থাৎsimple sentence এপরিনত হবে।
Complex: I know what his name is.
Simple: I know his name. (be verb উহ্য হতে পারে)
Complex: If you drink milk, you can get vitamin.
Simple: Drinking milk, you can get vitamin.
Or, By drinking milk, you can get vitamin.
Compound sentence কে Simple করতেহলেও co-ordinate clause দুটি থেকে সুবিধা মত যেকোন একটিকে বেছে নিয়ে উহার finite verb তুলে দিতে হবে ও তা non finite verb এ রূপান্তর করতে হবে এবং complex sentence রূপান্তর করতে হবে এবং co- ordinate conjunction এরপরিবর্তে sub-ordinating conjunction ব্যবহার করতে হবে।
Study the Following Sentence
Simple : Eating rich, he came to school.
Complex : After he had eaten rice, he came to school.
Compound : He ate rice and he came to school.
Complex : If you read, you will learn.
Simple : By reading, you will learn.
Compound : Read and you will learn.
Compound : He is very weak and he cannot walk.
Complex : As he is very weak, he cannot walk.
Or, He so weak that he cannot walk.
Simple : He is too weak to walk.
Or, He cannot walk for his very much weakness.
Sequence for tenses (শুধু মাত্র complex sentence এর ক্ষেত্রে প্রযোজ্য)
1. Main clause past tense হলেsubordinate clause এরঅবশ্যই past tense হবে। যেমনঃ
I saw him that he was going.
2. তবেsubordinate clause চিরন্তনসত্য বা habitual fact বুঝালে, main clause এর past tense সত্ত্বেও, উহার present Indefinite Tense হবে। যেমনঃ
I told him that the earth is round.
3. Main clause এর past Tense নাহলে subordinate clause প্রয়োজন অনুযায়ী যে কোনtense এর হতে পারে।
যেমন, He tells me that you went there.
He will say that I knew him.
একই কথাকেsimple, complex ওcompound sentence এরমাধ্যমে প্রকাশ করা যায়।বাক্যের প্রয়োজন অনুযায়ী একই বাক্যকেউহারা বিভিন্ন সাফল্য দান করে।কোন বাক্য simple sentence এ ভাল লাগে, কোনটা Complex এ এবং কোনটিCompound এ। কাজেই ভাষার standard বজায় রাখতে এবং ভাষারvariation এর জন্য বিভিন্ন রীতিতে বাক্য গঠনের দক্ষতা অপরিহার্য। সুতরাং, প্রচুর চর্চা বা practice এরমাধ্যমে বাক্যের এ ধরনেরtransformation সম্পর্কেঅবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।
বিশেষ লক্ষনীয়ঃ |
Simple sentence এ একটিমাত্র clause ব্যবহার করতে হবে। Complex sentence এ অবশ্যই একাধিক clause থাকবে। তবে অবশ্যইএকটি main clause থাকবে এবং অন্যান্যsubordinate clause কেsubordinating conjunction দ্বারাযুক্ত করতে হবে। অর্থাৎ, বাক্যটিতে অবশ্যই একাধিক finite verb ব্যবহার করতে হবে।
Compound Sentence এ ওএকাধিক clause থাকবে অর্থাৎ অবশ্যই একাধিক finite verb compound থাকবে। তবে clause গুলোmain clause বা co-ordinate clause হবে এবং co-ordinate conjunction (অর্থাৎ and, but, or, so, because ইত্যাদি) দ্বারা clause গুলি যুক্ত হবে।
Complex ও Compound sentence এ একাধিকclause থাকে।পার্থক্য শুধু এই যে complex এSubordinate clause থাকে এবং Subordinating Conjunction দ্বারা যুক্ত হয়। পক্ষান্তরে, Compound এ একাধিক Co-ordinate clause co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়। |
No comments