What is Person and Type of person
Person: Person কাকে বলে কত প্রকার ও কি কি উদহারণ সহ লিখ?
Person যে কোনব্যক্তি, বস্ত্ত বা প্রাণীহতে পারে। এ বক্তা, শ্রোতা ও অনুপস্থিতব্যক্তি, বস্ত্ত বা প্রাণীসম্পকে বর্ণনা করতে যে এরআশ্রয় গ্রহণ করা হয়তাই Person.
অতএব, যে কথাবলে, যার সাথেবলে এবং যারসম্পর্কে বলে তাবুঝাতে যে ভিন্নভিন্ন বা ব্যবহৃতহয়, তাকে Person বা পুরুষ বলে।
Classification of Person বা পুরম্নষের শ্রেণীবিভাগঃ
Person তিন প্রকার। যেমনঃ
1. First Person বা উত্তম পুরুষ।
2. Second Person বা মধ্যম পুরুষ।
3. Third Person বা নাম পুরুষ।
First Person বা উত্তম পুরুষ : যেকথা বলে ওনিজেকে বুঝতে গিয়ে যেসব এর ব্যবহারকরে, তাকে First Person বা উত্তম পুরুষ বলে। যেমনঃ I am a boy. We are playing cricket.
Second Person বা মধ্যম পুরুষ : বক্তাযার সাথে কথা বলেতাকে এবং তারনামের পরিবর্তে যে ব্যবহারকরে, তাকে Second Person বা মধ্যম পুরুষ বলে। যেমনঃ You will do well in the exam.
Third Person বা নাম পুরুষ : অনুপস্থিত কোন ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীসম্বন্ধে যখন কথাবলা হয় বাঐ ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীরপরিবর্তে যেসব ব্যবহৃর করা হয়, তাকে Third Person বা নাম পুরুষবলে। যেমনঃ She is my elder Sister.
Note : (a) শুধু Noun ও Pronoun-এর Person হয়েথাকে ,অন্য কোন Part of Speech- এর Person হয়না। যেমনঃ Man, boy, girl, bird, chair, team, crowd, kindness এগুলোসবই Third Person.
(b) তিনটি Person পরপর কর্তা (Nominative) হিসেবে ব্যবহার করতে হলে প্রথমেSecond person, তারপরThird person এবং সবশেষে First person বসে। যেমনঃ You, he and I are brother.
Case ভেদে Person -এর রূপের পরিবর্তন ঘটে। নিচে ছকের সাহায্য দেখানো হলো :
First person ( Masculine/ Feminine)
Case | Singular | Plural |
Nominative | I – আমি | We – আমরা |
Objective | Me – আমাকে | Us – আমাদেরকে |
Possessive | My,Mine – আমার | Our, Ours – আমাদের |
Second person ( Masculine/ Feminine)
Case | Singular | Plural |
Nominative | You – তুমি , Thou – তুই | You – তোমারা |
Objective | You – তোমাকে, Thee -তোকে | You -তোমাদেরকে |
Possessive | Your -তোমার , Thy,Thine – তোর | Your – তোমাদের |
Third person ( Masculine )
Case | Singular | Plural |
Nominative | He – সে (পুং) | They- তারা |
Objective | Him – তাকে (পুং) | Them – তাদেরকে |
Possessive | His – তার (পুং) | Their,Theirs – তাদের |
Third person ( Feminine)
Case | Singular | Plural |
Nominative | She -সে (স্ত্রী) | They – তারা |
Objective | Her – তাকে (স্ত্রী) | Them – তাদেরকে |
Possessive | Her – তার (স্ত্রী) | Their, Theirs – তাদের |
Third person ( Neuter Gender)
Case | Singular | Plural |
Nominative | It – ইহা | They -সেগুলো |
Objective | It – ইহাকে | Them -সেগুলোকে |
Possessive | Its – ইহার | Theirs -সেগুলোর |
Revision And Test
1. What is Person ? How many kinds of Person are there and what are they ?
2. Name the Person of the following words: I, we, you, your, he, she, they, it, our, us, yiurs,their,him,her. Dhaka, brother, pencil, book, it, milk, each, sea, father, children.
3. Fill in the blanks with suitable person:
4. – am a boy.
5. He gave – a rose.
6. – sings a song.
7. – are students.
8. – love our country.
9. What is – name.
10. – father name is Mozibur.
11. She is – sister.
12. – are my friend.
13. How are – ?
Awesome.... & very helpful
ReplyDeletenice
ReplyDeleteThanks,
ReplyDeleteReally that is helpful for us! Thank you Sir
ReplyDeleteReally that is helpful for us! Thank you Sir
ReplyDeleteIts amazing.
ReplyDelete