Complex sentence কাকে বলে?
বা Complex sentence বলতে কি বুঝায় ?
২. Complex
sentence (জটিল বাক্য):
যে
সকল
বাক্য একটি main
clause প্রধান
খন্ড
বাক্য
থাকে
এবং
তার
উপর
আশ্রয়
বা
অবলম্বন করে আরও এক বা একাধিক subordinate clause নিয়ে
গঠিত হয়, তাকেই
Complex sentence জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
যেমন: I saw that he was going.
বাক্যটিতে ‘saw’ ‘was’ এবং ‘going’ তিনটি verb ব্যবহার
করা হয়েছে। কিন্ত, finite verb দুটি‘saw’ এবং ‘was’। এবং
উহাদের subject ও আছে। ‘saw’ verb এর subject হল ‘I’ এবং ‘was’ verb এর subject হল
‘he’। সুতরাং, বাক্যটি দুটি clause নিয়ে গঠিত। Clause দুটি হল I sawএবং He was
going। ‘that’ clause দুটিকে সংযুক্ত করেছে ‘that’ এখানে conjunction।
‘I saw’ clause টিতে ‘saw’ transitive verb এবং উহার
object হল ‘he was going’। কারন, ‘saw’ verb কে ‘কি’ প্রশ্ন
করলে object পাওয়া য়ায়।
কি দেখেছিলাম? উওর আসে ‘সে যাচ্ছিল’।সুতরাং, ‘সে যাচ্ছিল’ বা
He was going দেখা বা ‘saw’ verb এর object। যেহেতু, object অবশ্যই noun বা noun এর
সমতুল্য।
সুতরাং, ‘He was going’ clause টি অবশ্যই noun রূপে বসেছে।
কারন, উহা ‘saw’ verb এরobject। সুতরাং, ‘He was going’ এ বাক্যে Subordinate
Clause। কারন, subject এবং finite verb থাকা সত্ত্বেও উহা একটি মাএ part of speech
রূপে ব্যবহৃতএবং উহা ‘I saw’ clause এরউপর নির্ভরশীল।
পক্ষান্তরে, ‘I saw’ clause টি এর single part of
speech রূপে কাজ করেনি এবং এটিই এই বাক্যেরমূল অংশ।সুতরাং, উহা main clause বা
principal clause।
তাহলে বাক্যটি একটি main clause এবং একটি
subordinate clause নিয়ে গঠিত। সুতরাং, I saw that he was going বাক্যটি অবশ্যই
Complex sentence।
I saw - Main Clause.
He was going - Subordinate Clause. এবং that
conjunction, subordinate clause কেmain clause এর সাথে যুক্ত করেছে বলে that এখানে
subordinating conjunction।
It consists one main clause and one or more sub ordinate clauses
or adverbial clauses.
1. Adverbial clauses come after the main clause.
His brother died when he was seven years old.
His mother died (Main clause)
When (subordinating conjunction)
He was two years old. (Adverbial clause)
If you read regularly, you will do well in the exam.
Here, ‘if you read regularly’ is a subordinate clause and ‘you
will do well in the exam’ is the main clause.
2. The best way to detect Subordinate clause is that it always
begins with conjunctions like where, what, when, that, while, who, if, whether,
because, whenever, whoever, whatever, wherever, though, although, till, until,
unless, after, before, so that, etc.
You did not even hear what his name was.
Though he lives in America, he speaks Bengali fluently.
No comments