Exclamatory Sentence কি ?

 Exclamatory Sentence বলতে কি বুঝায় ?


Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য ) : যে Sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করে তাকে Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য বলে
যেমন :

1. কি সুন্দর শিশুটি - How beautiful the baby is !
2. কেমন বোকা তুমি - How fool you are !
3.কি আরামদায়ক বিছানাটি - How comfortable the bed is ! 
 4. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The man is dead.
Structure:
What a/an বা how+adjective+sub.+verb+ext.
What a fine bird it is!
How beautiful you are!
Alas/Hurrah এর জন্য:
Structure: Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas ! I am undone!

If/had 
এর জন্য:
Structure: If/had+subject+verb+extension+!
If I were a king !

Exclamatory sentence an exclamatory sentence expresses sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of the sudden change of mind.
Sometimes, an exclamatory sentence can start with Alas, Bravo, Ah, Hurrah, What, How, etc.
An exclamatory sign is mandatory after the end of the sentence. কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে কোন বাক্য যদি Alas, Bravo, ah, Oh, Hurrah ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়।
Example:
o      Hurrah! We’ve won the game.
o      What a beautiful scene!
o      Alas! You’ve failed in




No comments

Powered by Blogger.