Wednesday, January 9, 2019

Subject ও Object কাকে বলে উদাহরন সহ লিখ

ইংরেজি বাক্যের মধ্যে Subject Object অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রায় সকল্ Sentence  Subject  Object এর ব্যবহার আছে আবার Subject Object বাক্যের অন্যান্য উপাদানের উপর বিশেষ প্রভাব বিস্তার করে তাই Subject Object  সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক  এখানে আমরা সংক্ষেপে Subject Object এর উপর বিশেষ আলোকপাত করছি

Subject:

যে কোন কাজ করে বা যার সম্পর্কে কোন কিছু বলা হয় তাকে  Subject বা কর্তা বলে
সাধারণত verb টিকে "কে" দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায় তবে verb টি যদি have verb হয়
সেক্ষেত্রে verb কে "কার" দ্বারা প্রশ্ন করলে subject পাওয়া যায় যেমনঃ


·                     Rakib is reading a book.
·                     Dina plays football.
·                     Lima sings a song.
উপরের বাক্য তিনটির verb কে এখন আমরা 'কে' দ্বারা প্রশ্ন করব
·                     কে পড়ে - Rakib পড়ে। অর্থাৎ Rakib এখানে Subject হিসেবে আছে
·                     কে খেলে- Dina খেলে। অর্থাৎ Dina এখানে Subject হিসেবে আছে
·                     কে গায়- Lima গায়। অর্থাৎ Lima এখানে Subject হিসেবে আছে
আরও কিছু Example দেখা যাকঃ
·                     Naba is a beautiful girl.
·                     She has a Bag.
·                     Nusaiba is very active.
এবার দেখা যাক কিভাবে Sentence গুলো থেকে verb বের করা যায়
·                     কে হয় (রূপসী) - Naba হয় রূপসী। অর্থাৎ Naba এখানে Subject হয়েছে
·                     কার (Bag ) আছে - She বা তার Bag আছে। অর্থাৎ She এখানে Subject হয়েছে
·                     কে হয় (কর্মঠ) - Nusaiba হয় কর্মঠ। Nusaiba এখনে Subject হয়েছে
এখানে Subject গুলো কোন বিশেষ কাজ করছে না। বরং তাদের সম্পর্কে কিছু তথ্য দেয়া হচ্ছে

Object:

Verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই Object বা কর্ম

যদি শুধুমাত্র 'কি' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে বাক্যে Object আছে একটি যদি শুধুমাত্র 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলেও বাক্যে Object আছে একটি আর যদি ১টি বাক্যের Verb কে পৃথক ভাবে 'কি' বা 'কাকে' দ্বারা দুটি প্রশ্ন করলে আলাদা দুটি উত্তর পাওয়া যায় তবে বাক্যে Object আছে দুটি আবার যদি 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে ১টিও উত্তর না পাওয়া যায় তবে বাক্যে কোন Object নেই

Example:

·                     I drink Tea every morning.
·                     Sabnur loves Salman.
·                     Rani gives Shiam a red rose.
·                     Raju swims in the river.
প্রথম বাক্যে Tea, দ্বিতীয় বাক্যে Salman, তৃতীয় বাক্যে Shiam a red rose হল Object কিন্তু চতুর্থ বাক্যে কোন Object নেই
এবার দেখা যাক কিভাবেঃ
·                     আমি কি পান করি- Tea
·                     Sabnur কাকে ভালবাসে- Salman কে
·                     Rani কাকে দিল- Shiam কে, কি দিল- a red rose
·                     Raju কাকে সাঁতার কাটে, কি সাঁতার কাটে- কোন উত্তর নেই কারন এভাবে তো প্রশ্নই হয় না অর্থাৎ শেষ বাক্যে কোন Object নেই "In the river" এখানে Adverbial Phrase.
আশা করি আপনাদের কাছে Subject Object বিষয় দুটি পরিস্কার হয়েছে এর পরও যদি কোন সমস্যা হয় তাহলে নিচে Comment করুন আমাদের জানান উত্তর পাবেন নিশ্চিত

শুভ কামনা সবার জন্য

2 comments: