Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)
Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) :
Auxiliary Verb কে সাহায্যকারী Verb বলা হয়। Sentence এ ব্যবহৃত যে সব Verb Principal Verb কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।Auxiliary Verbs
Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।.
Auxiliary Verb এর তালিকা :
am, is, are, was, were, be, being, been, have, has, had ইত্যাদি।
Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা : Primary Auxiliaries ও Modal Auxiliaries
Primary Auxiliaries
যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries বলে।
যেমনঃ
Be verb : am, is, are, was, were
Example: He is writing a letter.
Have : have, has, had
Example: He has bought a mobile.
Do : do, does, did, does not, done etc.
Example: I don’t like this book.
Modal Auxiliaries :
Modal Auxiliaries মূল Verb এর অর্থকে প্রভাবিত করে ও ক্রিয়া সম্পাদনের জন্য যে Auxiliaries ব্যবহার হয় সেসবকে Modal Auxiliaries বলে।
Modal Auxiliaries এর তালিকা: Can/could, may/might,
shall/should, will/would, must, dare, need, ought to, used to, have to, be
going to, be to, would rather, had better ইত্যাদি.
Example:
I can speak English
Could you help me to solve the problem?
It may rain today.
No comments