Common Noun (জাতিবাচক বিশেষ্য)
Common Noun (জাতিবাচক বিশেষ্য):
যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথেবুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Flower etc.
A common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of Proper Noun.
Example:
o Alex is a student. (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবাছাত্রী কে আলাদা করে বুঝায়নি)
o Dogs can be very cute. ( Dog দ্বারা সকল জাতীয় কুকুর কে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতেরকিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন কুকুর হতে পারে।)
No comments