Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া)
Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :
Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে। এটা কখনো main verb হয় না ও এ Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না
Non-finite Verb তিন ভাগে বিভক্ত।
যথা : Gerund ,
Participles, Infinitives
Gerund: Verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে Gerund, Noun ও Verb এর কাজ একসাথে সম্পন্ন করে।
উদাহরণঃ
✪ Walking is a good
exercise.
✪ He started watching
television.
প্রথম Sentence এ “walk” এর সাথে ing এর সাথে walking গঠিত হয়েছে। walking দ্বারা এখানে হাটার কাজটি বুঝায়। ইহা is verb এর subject অর্থাৎ walking এখানে Noun এর কার্য সম্পন্ন করছে। যেহেতু প্রথম Sentence এ walking একই সাথে Noun ও Verb এর কার্য সম্পাদন করে তাই তা Gerund.
দ্বিতীয় Sentence এ “watching” Verbal টি verb “watch” এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়েছে। Verbal দ্বারা উপভোগ কার্যটি সম্পাদন করেছে । অন্যদিকে “watching” started verb টির Object হিসেবে বসেছে। তাই “watching” Noun এর কাজ সম্পন্ন করেছে । যেহেতু watching একই সাথে noun ও Verb এর কাজ সম্পাদন করে তাই এখানে “watching” উক্ত Sentence এর gerund.
✪ Participle সবসময় চলমান কোনোকিছু কে নির্দেশ করবে।
যেমনঃ I heard him reciting
the Holy Quran.
✪ Infinitive :-
Verb এর Present form এর পূর্বে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
Example :
To tell a lie is a great sin.
I like to run.
No comments