Future perfect tense কাকে বলে উদাহরণ সহ গঠন প্রনালী
৩. Future
perfect tense: ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির verb-এর future perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির verb-এর Present/future
indefinite tense হয়।অর্থাৎFuture Perfect Tense এমন কোন কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোন সময়ে ঘটে থাকবে।
ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটা Future Perfect Tense হয় এবং যেটা পরে হয় সেটা Simple Present tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়।
যেমন Example:
o I will have written the poem -
আমি কবিতাটি লিখে থাকবো।
o By the time you reach, we will
have started our journey - তুমি এসে পৌঁছোতে পৌঁছোতে আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলবো।
o He will have helped you - সে তোমাকে সাহায্য করে থাকবে।
Structure of the sentence:
Positive sentence:
Subject+ will have+ past participle form of verb+ object. or
1st Subject+ will have+ past participle form of verb+ 1st object+ before+
2nd Subject+ main verb + 2nd object.
Example:
o I will have given the speech
before you come - তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো।
o You will have gone to the
office before I reach - আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে।
o They will have done the work -
তারা কাজটি করে থাকবে।
Negative sentence:
Subject+ will not/ won’t have+ past participle form of verb+ object.
1st Subject+ will not/ won’t have+ past participle form of verb+ 1st
object+ before+ 2nd Subject+ main verb + 2nd object.
Example:
o I will not/ won’t have given
the speech before you come - তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো না।
o You will not/ won’t have gone
to the office before I reach - আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে না।
o They will not / won’t have
done the work. - তারা কাজটি করে থাকবে না।
Interrogative sentence:
Will+ Subject+ have+ past participle form of verb+ object+ note of
interrogation (?) or
Will+ 1st Subject + have+ past participle form of verb+ 1st object+
before+2nd subject+ main verb + 2ndobject + note of interrogation (?)
Example:
o Will I have given the speech
before you come? - তুমি আসার আগে আমি কি বক্তব্যটি দিয়ে থাকবো?
o Will you have gone to the
office before I reach? - আমি পৌঁছানোর আগে তুমি কি অফিসে গিয়ে থাকবে?
o Will they have done the work?
- তারা কি কাজটি করে থাকবে?
No comments