The Subjective Case or Nominative Case ( কর্তৃকারক ) কাকে বলে উদাহরণ সহ লিখ
The Subjective Case or
Nominative Case ( কর্তৃকারক ) : যে Noun বা Pronoun , Sentence এর Verb এর কার্য সম্পাদন করে তাকে
Nominative Case বলে ।
Noun অথবা pronoun যেগুলো একটি sentence-এ verb-এর subject হিসেবে ব্যবহৃত হয় তাকে subjective case বা nominative case বলে।
যেমন :
- Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।
- They play football - তাহারা ফুটবল খেলে ।
- Rony goes to school - রনি স্কুলে যায় ।
- Ritu drinks milk - রিতু দুধ পান করে ।
Nouns or pronouns used as
the subject of a verb in a sentence are called the subjective case or nominative case.
Example:
o Afrin is going to the varsity.
o She is going to the varsity.
This case is also used
for a subject complement. As for example:
No comments