Write a dialogue between two friends about environment pollution
Question:
Write a dialogue between two friends about environmental pollution.
Answer:
Joy: Have you heard the news of
terrible environment pollution in the country lately?
Bijoy: Yes, it is really
worrying. Do you know about the causes of environment pollution?
Joy: Sure. Then
listen. The main causes of environment pollution are water pollution, air
pollution, sound pollution, deforestation, natural calamities, population
growth etc.
Bijoy: Very good. What can
we do to prevent environment pollution?
Joy:, We must take necessary
steps to prevent environment pollution.
Bijoy: Right. I also think
we should take necessary steps to prevent it from getting worse.
Joy: Of course. To prevent
environment pollution, we first need to make people aware.
Bijoy: I fully support
your idea.
Joy: Then more trees should be
planted every year. Anyhow, water pollution, air pollution and sound
pollution must be prevented.
Bijoy: That's a great idea.
Joy: Industrial waste and human
waste can't be dumped anywhere. Excessive use of pesticides and chemical
fertilizers on the land should be stopped. Agricultural farming should be
done organically.
Bijoy: Excellent. Thank
you very much for telling me such beautiful ways to prevent environment
pollution.
Joy: Welcome, friend.
Dialogue
environment pollution
বাংলা অনুবাদ:
প্রশ্ন:
পরিবেশ দূষণ নিয়ে দুই বন্ধুর
মধ্যে একটি কথোপকথন লেখ।
উত্তর:
জয়:
ইদানীং দেশে ভয়াবহ পরিবেশ দূষণের খবর শুনেছ?
বিজয়:
হ্যাঁ, সত্যিই চিন্তার বিষয়। তুমি কি পরিবেশ দূষণের কারণ সম্পর্কে জানো?
জয়:
অবশ্যই। তাহলে শোন। পরিবেশ দূষণের প্রধান কারণগুলো হল পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ
দূষণ, বন উজাড়, প্রাকৃতিক দুর্যোগ, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি।
বিজয়:
খুব ভালো। পরিবেশ দূষণ রোধে আমরা কী করতে পারি?
জয়:
পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বিজয়:
ঠিক। আমিও মনে করি এটি যাতে আরো খারাপ না হয় তার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ
নেওয়া উচিত।
জয়:
অবশ্যই। পরিবেশ দূষণ রোধে সবার আগে আমাদের জনগণকে সচেতন করতে হবে।
বিজয়:
আমি তোমার ধারণাকে সম্পূর্ণ সমর্থন করি।
জয়:
এরপর প্রতি বছর বেশি বেশি গাছ লাগাতে হবে। যেভাবেই হোক, পানি দূষণ, বায়ু দূষণ ও
শব্দ দূষণ রোধ করতে হবে।
বিজয়:
এটা দারুণ আইডিয়া।
জয়:
শিল্প বর্জ্য এবং মানব বর্জ্য যেখানে সেখানে ফেলা যাবে না। জমিতে অতিরিক্ত কীটনাশক
ও রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হবে। জৈব পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে।
বিজয়:
চমৎকার। পরিবেশ দূষণ রোধ করার এত সুন্দর উপায় আমাকে বলার জন্য তোমাকে অনেক
ধন্যবাদ।
জয়: স্বাগতম, বন্ধু।
No comments