Write an email consoling a friend who has lost his mother

Email consoling father’s death

Question:

Write an email consoling a friend who has lost his mother.

Answer:

From: Raja@email.com

To: badsha@email.com

Sent: December 22, 2023, 7:00 pm

Subject: My deepest condolences on the death of your father.

Dear Badsha,

I received your email yesterday evening.  In the email, you informed me that your father is no more in this world.  I am very sorry to hear the news of your father’s death.  At this time I don't understand what I say to console you. Please take my sincere condolences. The only consolation from me is that no father lives forever.  One day I have to lose my father like you.  So, instead of lamenting for him, pray to Allah more and more for his departed soul that Allah makes him an inhabitant of Heaven. However, people of society will never forget your father because he helped everyone in danger during his lifetime.  Though your father is dead, his memory will remain forever in the hearts of the people of society.  And from today you will never think of yourself alone.  I am always with you.  You will remember me in any problem. I am always ready to help you.

Convey my deepest condolences to you and your family. Take proper care of your mother, brothers and sisters. Never be unkind to them.  May Allah give a long life to your mother.

With deepest sympathy,

Raja

Consoling father's death email

বাংলা অনুবাদ:

প্রশ্নঃ

একজন বন্ধুকে সান্ত্বনা দিতে একটি ইমেল লিখুন যিনি তার মাকে হারিয়েছেন।

উত্তর:

হইতে: রাজা@ইমেইল.কম

প্রতি: বাদশা@ইমেইল.কম

পাঠানো হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৩, সন্ধ্যা ৭:০০ টা।

বিষয়: আপনার পিতার মৃত্যুতে আমার গভীর সমবেদনা

প্রিয় বাদশা,

আমি গতকাল সন্ধ্যায় তোমার ইমেইল পেয়েছি। ইমেইল এ তুমি আমাকে জানিয়েছো যে তোমার বাবা আর এ পৃথিবীতে নেই। তোমার প্রিয় বাবার মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত। এসময় আমি কি বলে যে তোমাকে শান্ত্বনা দিবো তা বুঝতে পারছি না। অনুগ্রহ পূর্বক আমার আন্তরিক সমবেদনা গ্রহণ কর। আমার পক্ষ থেকে এইটুকু শান্ত্বণা যে কারো বাবা চিরকাল বেচে থাকে না। তোমার মত আমাকেও একদিন বাবা হারা হতে হবে। সুতরাং তার জন‍্য বিলাপ না করে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। সমাজের মানুষ কোনদিন তোমার বাবাকে ভুলতে পারবে না কারণ তিনি বেচে থাকাকালীন সবাইকে বিপদে সাহায্য করেছেন। তোমার বাবা মারা গেলেও তার স্মৃতি মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। আর আজ থেকে তুমি নিজকে কখন একা ভাববে না। আমি সবসময় তোমার সাথে আছি। যেকোনো সমস্যায় তুমি আমাকে স্মরণ করবে। আমি সাথে সাথে তোমার কাছে পৌছে যাবো। আমি সবসময় তোমাকে সাহায্য করতে প্রস্তুত।

তোমাকে এবং তোমার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। তোমার মা, ভাই ও বোনদের যথাযথ যত্ন নিও।তাদের প্রতি কখনোই নির্দয় হবে না। আল্লাহ তোমার মাকে দীর্ঘ জীবন দান করুন।

গভীর সহানুভূতির সাথে,

রাজা

No comments

Powered by Blogger.