Write an email thanking for hospitality.

Thanking for the hospitality email

Question:

Write an email thanking for hospitality.

Answer:

From:  akash@email.com

To:  ashik@email.com

Sent: Sep 10, 2022, 9:22 PM

Subject:  Thanking for hospitality.

Dear Ashik,

First take my sincere love.  Hope you are well by the grace of Almighty Allah.  I am also very well. Yesterday evening I reached home safely.  But after reaching home, I can't forget the memories of your family.  The memories of your family are always in my mind.  So I am writing to you.  I have never seen such sincere people like your family members in my life.  After I had reached your home, your parents received me in such a way that I will never forget in my life.  Besides, I keep remembering the mischief of your younger sister again and again.  She did not let me know that I am your friend.  She thought I was her own brother like you.  Apart from this, the wanderings you took with me to different parts of your village will remain intact in my memory for the rest of my life.  After all, I will never forget your hospitality in my life.  Thank you very much for your hospitality.  I request you to come to our house next summer vacation.

No more today.  Convey my best regards to your parents and love to your younger sisters.

Yours ever,

Akash

Email thanking for hospitality

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে একটি ইমেল লেখ

উত্তর:

হইতে: আকাশ@ইমেইল.কম

প্রতি:  আশিক@ইমেইল.কম

পাঠানো হয়েছে:  ১০ সেপ্টেম্বর, ২০২২, রাত ৯:২২

বিষয়: আতিথেয়তার জন্য ধন্যবাদ।

প্রিয় আশিক,

প্রথমে আমার আন্তরিক ভালবাসা নিও। আশা করি তুমি মহান আল্লাহর রহমতে ভালো আছো। আমিও খুব ভালো আছি।  গতকাল সন্ধ্যায় আমি নিরাপদে বাসায় পৌঁছেছি। কিন্তু বাড়িতে পৌঁছে তোমার পরিবারের স্মৃতি ভুলতে পারছি না।  তোমার পরিবারের স্মৃতি সবসময় আমার মনের মধ্যে আছে। তাই তোমাকে লিখছি। তোমার পরিবারের সদস্যদের মতো আন্তরিক মানুষ আমি জীবনে দেখিনি। আমি তোমাদের বাড়িতে পৌঁছানোর পর তোমার বাবা-মা আমাকে এমনভাবে গ্রহণ করেছিলেন যা আমি আমার জীবনে কখনও ভুলব না। তাছাড়া তোমার ছোট বোনের দুষ্টুমির কথা মনে পড়ছে বার বার।  সে আমাকে বুঝতে দেয়নি যে আমি তোমার বন্ধু। সে ভেবেছিল আমি তোমার মতো তার নিজের ভাই। তাছাড়া তুমি আমার সাথে তোমার গ্রামের বিভিন্ন জায়গায় যে ঘোরাফেরা করেছিলে তা আমার সারাজীবন স্মৃতিতে অক্ষত থাকবে।সর্বোপরি, আমি আমার জীবনে তোমার আতিথেয়তা ভুলব না। তোমার আতিথেয়তার জন্য তোমার অনেক ধন্যবাদ।  আমি তোমাকে আগামী গ্রীষ্মের ছুটিতে আমাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করছি।

আজ আর নয়। তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা জানাবে এবং তোমার ছোট বোনের প্রতি রইল ভালবাসা।

ইতি,

আকাশ

No comments

Powered by Blogger.