Imperative Sentence কাকে বলে অথবা Imperative Sentence বলতে কি বুঝায় ?

Imperative Sentence ( অনুজ্ঞাসূচক বাক্য ) : যে Sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।


যেমন :

1. এদিকে এসো - Come here.
2. কলমটি আন - Bring the pen.
3. বাইরে যাওGo out.
4. মিথ্যা বলিবে না - Do not tell a lie.
5. মিথ্যা বলা মহাপাপ - To tell a lie is a great sin.
7.এখান থেকে বের হয়ে যাওGet out from here.
8. বের হও - Get out.
9. আমাকে ফোন করার চেষ্টা করবে নাDo not try to call me.
10. কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করিবে না - Never try to come my house.
Imperative sentences express request, order, advice, command, and suggestion.
একটি সহজ pattern অনুসরণ করা যেতে পারেঃ
 “(Subject (invisible) + verb + object)”
Example:
o      Do it quickly. (Order)
o      Never tell a lie. (Advice)
o      Please, give me a pen. (Request)

Structure:
i.                    verb+extension.
                Don’t go.
ii.                  নিষেধ বোঝালে:Don’t+sub+verb+ext.
                 Don’t open the door.
iii.                অনুরোধ বোঝালে: please/kindly +verb+ext.
                 Please help me
iv.               Let এর জন্য: let+1st person/3rd person এর obj. +verb+ext.
                Let me / him go out.


No comments

Powered by Blogger.