Clause কাকে বলে? Clause কত প্রকার ও কি কি?

Clause কিঃ
Clause এর বাংলা অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। Word কে ভাঙ্গলে যেমন Syllable পাওয়া যায়, তেমনি ইংরেজি বড় বাক্যে (Compound and Complex) একাধিক Clause পাওয়া যায়। শুধুমাত্র এক টি সাবজেক্ট এবং একটি Finite Verb নিয়ে একটি ক্লজ হয়। মনে রাখবেন শুধু মাত্র একটি Finite verb. ১টির বেশি finite verb থাকলে বুঝবেন সেখানে একাধিক ক্লজ আছে। আর সাবজেক্ট সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় উহ্য থাকে। তাই সবসময় verb এর দিকে খেয়াল রাখলেই চলবে। একটা finite verb
থাকতে হবে। Non finite যত থাকে থাকুক, বা না থাকলে নাই।
Clause হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে টি subject এবং টি verb অবশ্যই থাকে। Clause ছাড়া কোন বাক্য তৈরী করা যায়না। প্রতিটি বাক্যেই এক বা একাধিক clause থাকে

1. Clause-The Principal Clause
Principal Clause
Principal Clause বাক্যের এমন একটি Clause (যার একটি subject একটি finite verb রয়েছে) যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম পূর্ণ অর্থ প্রকাশ করতে তাকে অন্য clause এর উপর নির্ভর করতে হয় না।একে Main Clause/Independent Clause বলা হয়
Example: a) I saw the boy who was crying.
b) They know that we’ll inform them the news.
                  c) I have a ring which is made of gold.
Note: principal clause কে identify করার সহজ কৌশল হল: clause এর শুরুতে সাধারনত কোন conjunction থাকে না।যেমন: If you come here, I shall go there. / I could not buy a computer as he did not have the required money.
2. Clause-The Subordinate Clause
Subordinate Clause
Subordinate Clause বাক্যের এমন একটি Clause (যার একটি subject একটি finite verb রয়েছে) যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে সক্ষম নয়। পূর্ণ অর্থ প্রকাশ করতে তাকে principal clause এর উপর নির্ভর করতে হয়।একে dependent Clause বলা হয়
Example: a) I saw the boy who was crying.
b) They know that we’ll inform them the news.
                  c) I have a ring which is made of gold.
Note: Subordinate clause কে identify করার সহজ কৌশল হল: clause এর শুরুতে সাধারনত  subordinate conjunction- what, when, whom, where, whose, which, who, why, how ইত্যাদি WH-Words, এবং if, as, that, till, until, no-sooner, because, so that, though ইত্যাদি থাকে।যেমন: If you come here, I shall go there. / I could not buy a computer as he did not have the required money.
3. Clause-The Subordinate Noun Clause
Subordinate Noun Clause
Subordinate Noun Clause বাক্যের এমন একটি Subordinate Clause (যার একটি subject একটি finite verb রয়েছে) যে Clause  টি Sentence  অবস্থান করে  কোন Noun এর কাজ করে অর্থাৎ Sentence এর মধ্যে Noun যে সব অবস্থান গ্রহণ করে Subordinate Noun Clause / Noun Clause সে সকল অবস্থান গ্রহণ করে
Sentence- একটি Noun Clause অনেক কাজ করে থাকে।নীচে Noun Clause এর কাজ দেখানো হলঃ---
     (1) Subject of a verb বা বাক্যের Subject হিসেবে। Example: (a) What you say isn’t clear. / (b) That he is a good boy is known to all / (c) That he would go is known to everybody.
          (2) Object of a Transitive Verb বা Transitive Verb এর Object হিসেবে : Example:(a) I don’t know who he is. / (b) Tell me why you are here. / (c) We know that the earth is round.
     (3) Object of a preposition বা Preposition এর Object হিসেবে :- (a) I know nothing of what my father will do. / (b) Listen to what your teachers say. / (c) We can not rely on what you utter.
     (4) Complement to a verb বা Verb এর Complement হিসেবে। Example: (a) This is what he says.  / (b) His fear is that he may fail in the examination. / (c) That is how he killed his wife. 
     (5) Apposition to a Noun/Pronoun  হিসেবে। Example: (a) It is known to all that the sun sets in the west./ (b) It is unfortunate that the chief guest is absent./ (c) There is a rumour that he is no more.
[Apposition হল কোন Noun/ pronoun  সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা ]
4. Clause-The Subordinate Adjective Clause
Subordinate Adjective Clause
Subordinate Adjective Clause বাক্যের এমন একটি Subordinate Clause (যার একটি subject একটি finite verb রয়েছে) যে Clause টি Sentence-বাক্যে ব্যবহৃত হয়ে Adjective – এর কাজ করে। অর্থাৎ কোন Noun / Noun Phrase এর পরে বসে যে clause -খন্ডবাক্য পূর্বের Noun /Noun phrase কে আরো পরিস্কারভাবে তুলে ধরে বা qualify করে, তাকে Adjective clause / Subordinate Adjective clause ধরতে হয়
        1. This is the pen which I am looking for.    2. The man whom you helped is my brother.
        3. Tell me the time when he will come.        4. I know the boy who stood first.
        5. I remember the place where I was born.
Difference between Noun Clause & Adjective Clause :
               Noun Caluse
                        Adjective Clause
I know who came here yesterday.
I know the man who came here yesterday.
He told me why he came here lastnight.
He told me the reason why he came here lastnight.
He narrated how he killed his friend.
He narrated   the process how he killed his friend.
Father asked me when I came back home.
Father asked me the time when I came back home.
They knew what I wanted from you.
They knew the matter what I wanted from you.
প্রদত্ত বাক্যগুলির প্রথম ঘরের বাকা অংশ গুলি Noun Clause. কেননা এরা সবাই এদের আগের যে Verb আছে, তার Object হিসাবে কাজ করছে কিন্তু দ্বিতীয ঘরের বাকা অংশ গুলি Adjective Clause (যদিও এরা দেখতে আগের বাক্যের মতই) কেননা এরা সবাই  এদের আগের যে Noun আছে, তার অবস্থা প্রকাশ করছে
5. Clause-The Subordinate Adverb Clause & its types
Subordinate Adverb Clause
Subordinate Adverb Clause বাক্যের এমন একটি Subordinate Clause (যার একটি subject একটি finite verb রয়েছে) যে Clause টি Sentence-বাক্যে ব্যবহৃত হয়ে Adverb এর কাজ করে অর্থাৎ Verb, Adjective Adverb কে Qualify করে, তাকে Adverb clause / Subordinate Adverb clause ধরতে হয়।এ clause দ্বারা কারণ, ফলাফল, উদ্দেশ্য, সময় ইত্যাদি প্রকাশ পায়। Example: I know where he lives.
সাধারনত কোন Clause-এর শুরুতে   because,  since, till, until,  when,  while, although, if, so that, lest থাকলে তাকে  adverbial Clause বলে। Example: Do you want to go where I went? / He studied hard so that he might pass in the first division.
Types of Adverb Clause
Adverb Clause কে নিম্নলিখিত দশভাগে ভাগ করা যায়। যথাঃ
SL
Name
Example
Example in the sentence
01
Time
when, till, until, while, since
He came when I went out. Wait untill I came back.
02
Place
Where, wherever,
You may go where you like. I shall live where you live.
03
Cause or reason
because, as, since, why
I did not go to college because I was ill.
04
Effect or result
so.....that, such...that
I am so tired that I can not go out.
05
Manner
as, as if
She can dance as her sister does.
06
Comparison
as, like, than, as...as
I love you better than any other girl.
07
Condition
if,unless, whether, provided,
If you come, I shall go. He will not go unless you come.
08
Purpose
so that, lest, in order that
He punished me lest I should tell a lie.
09
Concession
However, even if
I shall not go even if he comes.
10
Contrast
Though, Although
Though he is poor, he is honest.
বাক্যের অবস্থা অনুযায়ী Adverb Clause বিভিন্ন ধরণের হতে পারে। WH এর দ্বারা গঠিত কিছু Adverb Clause এর উদাহরণ নীচে উল্লেখ করা হলঃ-
Where:
       (a) He told me where he lives. (Noun Clause)
       (b) He told me the place where he lives. (Adjective Clause)
       (c) He went where he lives. (Adverb Clause)
When:
       (a) I know when he will come. (Noun Clause)
       (b) I know the time when he will come. (Adjective Clause)
       (c) I shall come when he will come. (Adverb Clause)

2 comments:

Powered by Blogger.