Present perfect continuous tense কাকে বলে উদাহরন সহ লিখ
৪. Present perfect continuous tense: বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনোহচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present perfect continuous tense হয়।অর্থাৎকোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে Present perfect continuous tense ব্যবহৃত হয়।
বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন, ইত্যাদি উল্লেখ থাকে এবং সাথে সময়ের উল্লেখ থাকে।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসেএবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
যেমন: Example:
o I have been walking for two
hours - আমি দুই ঘন্টা যাবৎ হাটছি।
o He has been working in this
office for five years - সে এই অফিসে পাঁচ বছর যাবৎ কাজ করছে।
o They have been suffering from
fever since Tuesday - তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে।
Note: Subject third person singular number or he/she/ it হলে has been বসে। I/we/you/they এবং অন্যসব subject এর ক্ষেত্রে have been বসে।
Note:
For সাধারণত একটি কাজের নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বুঝাতে ব্যবহার করা হয়।
For is used to talk about a period of time: three hours, three months,
twelve years, etc. For can be used with all tenses.
Since সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Since is used to talk about a point in past time: Sunday, 6th January,
Morning, etc. Since can be used only in perfect tenses.
Structure of the sentence:
Positive sentence:
Subject + have been/has been + main verb + ing + since/from/for + object.
Example:
1. He has been reading this
newspaper for two hours.
2. They have been walking since 7
am.
3. You have been talking about
the Internet for three hours.
Negative sentence:
Subject + have not/has not + been + main verb + ing + since/from/for +
object.
Example:
o I have not been walking for
two hours.
o It has not been raining.
Interrogative sentence:
Have/has + subject + been + main verb + ing + since/for (if needed) +
object + ?
Example:
o Has he been watching the
movie?
o Have they been waiting for two
hours?
o Has it been raining since
morning?
No comments