Present perfect tense কাকে বলে উদাহরন সহ লিখ
৩. Present perfect tense: বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলএখনো বর্তমান আছে, এরূপ বোঝালে verb-এর present perfect tense হয়।অর্থাৎকোন কাজ শেষ হয়ে গেছেঅথচ তার ফল এখনও বিদ্যমান আছে, এরকম বোঝালে present perfect tense ব্যবহৃত হয়।
বাংলায় চেনার উপায়: Verb এর শেষে য়াছে, এছে, য়াছ, য়াছি, এছি, য়াছেন, য়াছে, য়েছ, ইয়াছি, ইয়াছ,ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করি নাই, করিনি, খাই নাই, খাইনি, ইত্যাদিবোঝালে Present Perfect Tense হয়।
গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়। যেমন Example:
o He has done the work - সে কাজটি করিয়াছে / করেছে।
o I have gone to the market - আমি বাজারে গিয়াছি/গিয়েছি।
o They have eaten mangoes – তারা আমগুলো খেয়েছে।
o I have not eaten banana - আমি কলা খাইনি।
Structure of the sentence: The past participle form of the verb is used
after have/has.
Positive sentence:
Subject + have/has + past participle form of verb + object
Example:
o He has done the work.
o I have eaten rice.
o They have worked hard.
Note: Subject যদি He/she/it এবং third person singular number হয় তাহলে has বসবে।Subject যদি I/we/they/you এবং plural subject এর সাথে have বসবে।
Negative sentence:
Subject + have/has + not + past participle form of verb + object
Example:
o He has not eaten rice.
o They have not come to our
house.
o I have not gone to school.
Interrogative sentence:
Have/has + subject + past participle form of verb + object + ?
Example:
o Has he done the homework?
o Have they gone to school?
o Have you learned speaking
English?
No comments