Gender কাকে বলে? এটি কত প্রকার ও কি কি?


Gender (লিঙ্গ)
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender নির্দেশ করে কোন  কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।
Gender specifies whether a noun or a pronoun is masculine, feminine, neuter or common.

Types of Gender:
        Masculine Gender (পুং লিঙ্গ)
        Feminine Gender (স্ত্রী লিঙ্গ)
        Neuter Gender (ক্লীব লিঙ্গ)
        Common Gender (উভয় লিঙ্গ)

Masculine Gender
যে noun বা pronoun দ্বারা যে কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন –

Father (পিতা)
Son (পুত্র)
Lion (সিংহ), etc.
Brother (ভাই)
Bull (ষাড়), ইত্যাদি।
 The noun or pronoun which indicates that a living being is masculine is called a Masculine Gender.

Example:- Boy, Brother, Bull, He,


Feminine Gender
 যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা মেয়ে বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমন – Mother (মাতা)
Daughter (কণ্যা)
Lioness (সিংহী),ইত্যাদি।

The noun or pronoun which indicates that a living being is masculine is called a Feminine Gender.
Example: Woman, Sister, Girl, She, etc.

Neuter Gender
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। Neuter Gender  দ্বারা কোন জড় বস্তুকে বোঝায় যার কোন পুরুষ বা স্ত্রী অবস্থা নেই। যেমন –
Furniture (আসবাব পত্র)
Book (বই)
Computer (কম্পিউটার),ইত্যাদি।

The noun which indicates to any lifeless object which does not have any masculine or feminine form is called a Neuter Gender.
Example:- Book, Pen, Table,etc.

Common Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে নির্দেশ করতে পারে তাকে Common Gender বলে। যেমন –
They (তারা বা তাহারা)
Teacher (শিক্ষক)
Baby (শিশু), ইত্যাদি।

The noun or pronoun which can indicate that a living being is either masculine or feminine is called a Common Gender.
Example:-
Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, etc.

No comments

Powered by Blogger.