Past perfect continuous tense কাকে বলে উদাহরণ সহ গঠন প্রনালী
৪. Past perfect continuous tense: অতীত কালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে past perfect continuous tense হয়।
যদি দুটি কাজের কথা উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছিলো সেই কাজটির past perfect continuous tense হবে।
গঠন প্রণালি: Subject-এর পর had been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।
বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে সাধারনত past perfect continuous tense বোঝায়।
এক্ষেত্রে, কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে:
o
অতীত কালে দুটি কাজ হয়েছিল।
o
একটি কাজ আগে এবং অপর কাজটি পরে সংগঠিত হয়েছিল।
o
যে কাজটি পূর্বে শুরু হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলেছিল।
Example:
o
They had been playing before the train came - ট্রেন আসার পূর্বে তারা খেলতেছিলো।
o
I had been reading the book before you called - তুমি কল করার পূর্বে আমি বই পড়তেছিলাম।
o
She had been watching the Television when I came to meet with her - আমি যখন তার সাথে দেখা করতে আসলাম তখন সে টেলিভিশন দেখতেছিলো।
o
He had been playing football since morning - সে সকাল থেকে ফুটবল খেলতেছিলো।
Structure of the sentence:
Positive sentence:
Structure 1:
Subject + had been + present form of verb +
ing + object + time reference
Structure 2:
1st subject + had been + present form of verb
+ ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
Example:
o
He had been working in a non-government organization since 1997.
o
They had been gossiping for two hours.
o
He had been playing cricket before the bell rang.
o
I had been watching the movie before you came.
Negative sentence:
Subject + had not been + present form
of the verb + ing + object + time reference.
Example:
o
He had not been working in a non-government organization since 1997.
o
He had not been doing his assignment since 10 o’clock.
o
They had not been eating lunch for two months.
Interrogative sentence:
Had + subject + been + present form
of the verb + ing + object + time reference +?
Example:
o
Had he been walking since morning?
o
Had you been helping the poor since 2009?
o
Had they been playing cricket for six years?
No comments