Sentence Connectors Rule Part -2

Sentence Connectors Rule Part -2

Sentence Connectors 

Rule -16: Firstly /secondly /thirdly/fourthly (প্রথমত /দ্বিতীয়ত/তৃতীয়ত/চতুর্থত) : কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে এই Liker গুলো ব্যবহৃত হয় যেমন :There are many ways to solve the food problem in Bangladesh .Firstly; we must sustain the present production of food. Secondly, we must control the rapid population growth. Thirdly, steps should be taken against the fragmentations of land. Fourthly, modern and scientific method of cultivation should be introduced.

Rule-17:But/On the  other hand /On the contrary /Instead of that / Whereas /In contrast (কিন্তু / অন্য দিকে) :পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন :I expected you that day, But you did not come.I asked him for some money. In stead of that, he gave me some advice.

Rule -18:Otherwise /lest অন্যকথায় /পাছে :একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন :Read attentively lest you should fail in the examination.

Rule -19: For instance /for example /such as/ like / namely / that is to say ( যেমন /অর্থাৎ ) উদাহরন হিসেবে কিছু তথ্য যোগ করতে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন :People of the developing country do not enjoy their basic right such as freedom of movement, freedom of speech etc.


Rule -20:First of all / initially / primarily /in the beginning / at the start / in the first placeসর্ব প্রথম /শুরুতে : ধারাবাহিক / পর্যায়ক্রমিক  বক্তব্যকে লিখতে গেলে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন :Some steps should be taken to control population in the beginning.

Rule -21: Always / usually /generally /as usual /most often / very often / frequently /sometimes/ at times  সর্বদা /সাধারনত / প্রায়ই / মাঝেমধ্যে: যে ঘটনা সর্বদা বা প্রায়ই বা মাঝেমধ্যে ঘটে , যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়েে জন্য প্রায়ই সত্য , সেই ঘটনা বা বৈশিষ্ট্যসম্পন্ন বাক্যে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন I do not like him .But he comes here frequently.

Rule -22: After পরে : দুটি কাজ বা ঘটনা মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে After বসে যেমন :The students came to college after the dell had rung.

Rule-23: Befor /prior to that পূর্বে:পূর্বে হয়েছে এমন কাজ বা ঘটনাকে পওে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে করতে Before ব্যবহার করা হয় যেমন : The patient had died before  the doctor came .

Rule-24: Thus/in the way এভাবে কোনো ঘটনা কীভাবে ঘটে বা ঘটেছে , তার বিবরণ পরবর্তী সময়ে দিতে ধরনের Linker ধরনের ব্যবহৃত হয় ।যেমন -Most of the people of our country are illiterate .Many of them are lazy and inactive .In this way ,they become poor .

Rule -25: When / while যখন  একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে ধরনের Linker বসে While পরবর্তী clause টি সাধারনত continuous এর হয় যেমন : When I came to college, I saw him. While I was sleeping, the phone rang.


Rule-26: However/ nevertheless /after all (যা হোক/ মোটের উপর) : আগে লেখা কোনো বক্তব্যের  সাপেক্ষে কিছুটা  বা পুরোপুরি বিপরীত  বা আরোও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই Linker গুলো ব্যবহৃত হয় যেমন: You should not disobey him. After all, he is your father. 

Rule-27: In case যদি In any case যেকোন অবস্থায় : যদি অথবা যেকোন অবস্থায় কোন কিছু করা হয় / হয়েছিল / হবে বুঝালে এই Linker গুলো ব্যবহৃত হয় যেমন: In case you come, I will go there.  In any case, I will attend the meeting.


Rule-28 : Really/ actually/ indeed/ in fact/ of course (অবশ্যই , প্রকৃতপক্ষে , বস্তুত) : কোন বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চিয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে ধরনের Linker গুলো ব্যবহৃত হয় যেমন:Nobody respects Mr.Rashed. in fact, he is not an honest man.

Rule -29:Rather বরং কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই Linker টি ব্যবহার করা হয় যেমন :You would rather starve than steal.

Rule -30: Similarly , in the same ,way .alike (অনুরুপভাবে /একইভাবে ):আগে কোনো কিছু লেখা হয়েছে ,তার সঙ্গে মিল রেখে কিছৃ ঘটছে বা ঘটবে এমন কিছু লিখতে এই Linkers গুলো ব্যবহৃত হয় যেমন :Shamim turned the wheel. Similarly, his brother did.

No comments

Powered by Blogger.