Sentence Connectors Rule Part -3

Sentence Connectors 

Rule -31: According to /in according with / accordingly অনুসারে /অনুযায়ী : আগের কোনো কাজ / ঘটনা / বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ / ঘটনা সম্পাদিত হলে এই Linkers গুলো ব্যবহৃত হয়। যেমন :According to me, Khaled is not only a good student but also a good player .

Rule -32: পর্যন্ত অর্থে Till এবং যে পর্যন্ত না অর্থে until ব্যবহৃত হয় ।যেমন : Pray to Allah till the sunrise .

Rule -33: Still/till now /even now এখনো /এখন পর্যন্ত : এখনো বা এখন পর্যন্ত চলছে , তা বোঝাতে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন :The teacher is discussing the importance of learning English even now .

Rule -34: Suddenly /all on a sudden হঠাৎ :হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই Linkers গুলো ব্যবহৃত হয় যেমন :That day we were reading in our room .suddenly, we heard them crying.

Rule -35:If /even if / unless যদি / এমনকি যদি / যদি না যদি / এমনকি যদি / যদি না অর্থ প্রকাশ করতে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন If I had enough money, I would establish a college in my village.


Rule -36:Above all সর্বোপরি : সামগ্রিকভাবে কোনো কিছুকে প্রাধান্য দিয়ে লিখতে গেলে এই Linker ব্যবহৃত হয় যেমন:Above all, he was a very honest man .

Rule -37: Undoubtedly /on doubt / surely /of course / certainly / truly speaking নি:সন্দেহে / নিশ্চিতভাবে / অবশ্যই  – এমন বক্তব্য প্রকাশ করতে ধরনের Linkers ব্যবহৃত হয় যেমন:Undoubtedly you are wrong .

Rule -38: Whoever যে হোক : কোনো ব্যক্তির ব্যক্তিপরিচয় অনিশ্চিত হলে এই Linkers ব্যবহৃত হয় যেমন :Whoever is present here, he /she should listen our request.

Rule -39: Unfortunately /unluckily দুর্ভাগ্যজনকভাবে : কোনো ঘটনা বা বিষয় দুর্ভাগ্যজনক হলে তা প্রকাশে এই Linker ব্যবহৃত হয় যেমন :We went to meet the principal. Unfortunately, we did not get him at his office.

Rule -40:Whatever যা হোক  কোনো বিষয় / বস্তুর পরিচয় অনিশ্চিত হলে তার পূর্বে এই Linker টি ব্যবহৃত হয় যেমন   Whatever you want , it must be legal .


Rule -41:In order to/to উদ্দেশে : যে কাজের উদ্দেশে কোনো কিছু করা হবে বা হয় বা হয়েছে , উদ্দেশ -প্রকাশক সেই verb এর আগে in order to / to বসে যেমন :She went to market in order to b to uy a book .

Rule-42: So that / in order that যাতেউদ্দেশ্য-প্রকাশক Subordinate caluse এর আগে ধরনের linker ব্যবহার করে  principal clause এর সঙ্গে যুক্ত করা হয় He is reading attentively so that he can get GPA-5

Rule 43: that যে /যা / যেটা : যে / যা  যেটা বুঝিয়ে এই Linker ব্যবহৃত হয় যেমন We know that he is a freedom fighter.

Rule 44: Whether /weather … or কিনা: নিশ্চিত নয় , এমন বিষয় , বস্তু , ঘটনা বা ব্যক্তির আগে এই Linker টি ব্যবহৃত হয়। যেমন :I do not know weather she will come or not .

Rule :45: Whenever যখনই হোক : অনিশ্চিত সময়-প্রকাশক ঘটনা, কাজ বা কালের পূর্বে এই Linker টি ব্যবহৃত হয় যেমন: Whenever you need me, just make a phone call.

Rule-46: Wherever যেখানেই হোক : অনির্ধারিত বা অজ্ঞাত স্থানকে প্রকাশ করতে এই Linker টি ব্যবহার হয়। যেমন:Whenever he goes for help nobody helps him.

Rule-47: As/ since/ because of / for/ on account of/ due to/ owing to যেহেতু / কারণে : যেহেতু / কারণে প্রকাশক clause এর পূর্বে এই linker গুলো ব্যবহৃত হয় যেমন : I could not go out because of/ owing to the heavy rainfall.


Rule-48: Enough to যথেষ্ট : কোনো বৈশিষ্ট্যের পর্যাপ্ততা বা অপর্যাপ্ততার কারণে কোনো কাজ সংঘঠিত হলে বা না হলে সেই কাজের verb এর আগে এই  linker টি ব্যবহার করা হয়। যেমন :She was not meritorious enough to get GPA-5.

Rule-49: Though/ although যদিও : দুটি বিপরীতধর্মী clause কে যুক্ত করতে এই linker টি ব্যবহার হয়। যেমন :Though he worked hard, he could not get GPA-5.

Rule-50: In spite of/ despite সত্বেও : একটি sentence / clause এর সঙ্গে  অপর একটি বিপরীত ভাব প্রকাশ করা phrase- কে যুক্ত করতে ধরনের linker ব্যবহৃত হয়। যেমন :In spite of his hard labour, Kawsar could no reach his goat.


Rule-51: Once/ once upon a time/ many day ago/ long long ago/ in ancient time/ in the past একদা , অনেকদিন আগে,অতীতে : অনেকদিন আগে , অতীতে ঘটেছে  এমন ঘটনা / কাজ প্রকাশে ধরনের  linker ব্যবহৃত হয়। যেমন :Once upon a time there was a powerful king in Bangladesh.

Rule -52: Yet তার পরেও বিপরীতধর্মী বা বিপরীত ভাব প্রকাশক কোনো কাজ , ঘটনা বা বৈশিষ্ট্যপ্রকাশ করতে এই Linker ব্যবহৃত হয় যেমন :I hold him several times to complete the work, yet, he did not do it .

Rule -53: As if /as though / as it were যেন : কারও কাজ বা কোনো ঘটনা দেখে কিছু মনে হলেতা এই Linker এর পরে ব্যবহার করা হয় যেমন :He talks as if /as though he were a great scholar.

Rule -54: To the last /till the end /to a close শেষ পর্যন্ত ,শেষ পর্যন্ত যা করা হয়েছে বা হবে, এমন কাজ বা ঘটনা লেখার শেষে Linker গুলো বসে ।যেমন :All the audience were present till the end.

No comments

Powered by Blogger.